কেন্দুয়ায় বজ্রপাতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: শনিবার ২৩শে সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৪ অপরাহ্ন
কেন্দুয়ায় বজ্রপাতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের বেঁজগাও গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে রিফাত (১০) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।


      স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বলাই শিমুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বেঁজগাও গ্রামের রতন মিয়ার ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিফাত শনিবার দুপুরে বাড়ির সামনে নদীতে বড়শি দিয়ে মাছ ধর ছিল। এ সময় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হলে রিফাত নদীর পাশে একটি গাছের নিচে আশ্রয় নেয়। হঠাৎ একটি বজ্রপাত রিফাতের উপর পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন রিফাতকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


      এ ব্যাপারে কেন্দুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।