সরাইল উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১৭ই সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫২ অপরাহ্ন
সরাইল উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। 


রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি সরাইল বিভিন্ন সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিরব্যাপী উন্নয়ন মেলা চলবে।আলোচনা সভায় সভাতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।


 প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা-ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানা পরিদর্শক তদন্ত আ,স,ম আতিকুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.আনিছুর রহমান ভূঁইয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো,সুমন মিয়া,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান  খাইরুল হুদা চৌধুরী বাদল,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, সরাইল সদর দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো.সাদেক মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নওশাদ মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনির হোসেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রূপক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.জান্নাত সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. বিউটি আক্তার, সরাইল সদর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, ইউপি সদস্য মুসাইদুল্লাহ, ইউপি সচিব সুমেলপ্রমুখ। 


এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব সকলের উপস্থিতি কম থাকায় দুঃখ প্রকাশ করেছেন বক্তারা। বক্তারা বলেন, জাতীয় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধান  এবং ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত না থাকলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমরা কি করতে পারি। তবে তাদের সকলের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। 


আগামী জাতীয় অনুষ্ঠান গুলোতে সকলের  উপস্থিত কামনা করেন বক্তারা।উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও অধিদপ্তরের উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার ১১টি স্টল  দেখা গেছে।