প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৩, ১:২৬
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার”এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর উপজেলার কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে উপজেলা শাখার আহবায়ক রবিউল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর শাখার সভাপতি খন্দকার সাজ্জাদ আহম্মেদ ময়না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, জেলা সন্তান কমান্ডের সহ-সভাপতি আব্দুল মুমিন, সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহ-সভাপতি শফিউল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি সাবা তানি আফরিন তানিয়া, সহ সভাপতি জুবায়েদ সিদ্দিকী মিলন, সন্তান কমান্ডের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
শেষে সর্ব সম্মতিক্রমে রবিউল ইসলাম লিটন সভাপতি ও অহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর কমিটি ঘোষনা করা হয়।