সরাইলে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৮ই জুন ২০২৩ ০৪:১৬ অপরাহ্ন
সরাইলে স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিনের তাপদাহের পর ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮জুন) দুপুর আড়াই টার দিকে সদর ইউনিয়ন ও কালিকচ্ছ ইউনিয়নে মাত্র আধা ঘন্টার এ বৃষ্টিতে পরিবেশে স্বস্তি ফিরে আসে। তবে জেলার অন্য কোথাও বৃষ্টি হয়েছে কিনা তা জানা যায়নি।কালিকচ্ছ এলাকার সুমন বলেন, গরম ও লোডশেডিংয়ে খুব কষ্টে আছি। আমরা গরিব মানুষ। আইপিএস, সোলার কিছুই নেই বাড়িতে। বিদ্যুৎ থাকে না।


তাই বৃষ্টিই আমাদের একমাত্র উপায় স্বস্তি পেতে। আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করা ছাড়া আমাদের উপায় নেই। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। বৃষ্টি দিয়েছেন। আজ রাতে ভালো ঘুম হবে।সদর ইউনিয়নের বাসিন্দা মাহফুজ বলেন,গত কয়েক দিনের টানা তাপদাহ ও তীব্র লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমে কাজ করতে পারছি না, খেতে পারছি না। এমনকি ঘুমাতেও পারছি না। এখন আল্লাহর রহমতে  মাত্র আধা ঘন্টা  হালকা বৃষ্টিতে প্রকৃতি ঠান্ডা হয়েছে। আমরাও স্বস্তি ফিরে পেয়েছি।  কয়েক দিন ধরে রাতে -দিনে গরমে আর পারছিনা। আজ মানুষের মনে প্রাণে শান্তি লেগেছে।