প্রকাশ: ৩ জুন ২০২৩, ৩:৩৪
জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে গুম, খুন গায়েবি মামলাসহ দলীয় নেতাকর্মীদের নির্যাতনের বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ জন্য এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
১৪ সদস্যের কমিটির সদস্য হচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, বজলুল করিম চৌধুরী আবেদ, আকরামুল হাসান, আবদুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কামরুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, গত ১৯ মে হতে এ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫৭ টি মামলা হয়েছে। এতে প্রায় ৫ হাজার ৭৫০ জনের অধিক নেতা-কর্মীকে আসামী এবং ৭শ ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।