বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইন্দ্রকাঠী নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফারুক হোসেনের সভাপতিত্বে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২৭ নং ওয়ার্ডের যে সকল সমস্যা আছে তিনি মেয়র নির্বাচিত হলে তা সমাধান করবেন। এই ওয়ার্ডের যে সমস্যাগুলো রয়েছে রাস্তা ঘাট সংস্কার বালু ভরাট বাড়ির প্লান পেতে সমস্যা, বিশুদ্ধ খাবার পানির সমস্যা এলাকার মাদক সমস্যা দূর করন সহ চলমান সকল সমস্যার সমাধান করা হবে।
তিনি আরো বলেন যদি আপনারা উন্নয়নের স্বার্থে এলাকার স্বার্থে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ বেষ্টিত নতুন বরিশাল গঠনে আপনাদের দোয়া সমর্থন প্রার্থনা করছি।আমার জীবনের বাকি দিনগুলো আমি বরিশাল নগরবাসীদের সাথে থেকে এই নগরীর উন্নয়ন করে কাটিয়ে দিতে চাই। আমার পিতা একজন সৎ মানুষ ছিলেন আমিও তারই মত সৎ থেকেই আপনাদের জন্য কিছু করে যেতে চাই। আমি আশা করি আপনারা আমাকে আগামী ১২ জুন ভোটের মাধ্যমে নির্বাচিত করে সেই কাংঙ্খীত উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অথচ এখানকার সেবার মান খুবই খারাপ। রয়েছে চরম অব্যবস্থাপনা। নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। এখানে মানুষ বাড়িঘর নির্মান করতে পারছেনা। নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচিত হতে পারলে এসব সমস্যার সমাধান করা হবে। বিদ্যুৎ , পানি যেমন ২৪ ঘন্টা পাওয়া যায় আমি নির্বাচিত হলে এখানকার নাগরিকরা ২৪ ঘন্টাই সেবা পাবে ইনশাআল্লাহ।
নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দার, নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড আফজালুল করীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান, জাতীয় পার্টি জেপির মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন সুলতান, বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার,বরিশাল মহানগর আওয়ামী লীগ ২৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আঃ রশিদ হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এবং আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আঃ রশিদ চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।