মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জুন) মেহেরপুর জেলা পুলিশ লাইনে বেলা সাড়ে ১২টার সময় মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মো: মঈনুল হক।
মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহসান খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেন, মেহেরপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রফেসর হাসানুজ্জামান মালেক, শিক্ষাবীদ সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু সহ জেলার বিভিন্ন ইউনিট বিট পুলিশের কর্মকর্তা ও পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রাজনীতিবিদ, সাংবাদিকেরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।