সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনেও সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। নয়তো দেশ আবারও পিছিয়ে পড়বে।'
তিনি আজ (২৯ এপ্রিল) দুপুরে নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রূপগঞ্জ বাজারে শেখ রাসেল স্মৃতি পাঠাগার, শহীদ মিনার ও ইউপি অফিস পুন:সংস্কারের উদ্বোধনকালে এসব কথা বলেন।
বাউসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাসেম, বারহাট্টা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি শাখাওয়াত হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।