পোকায় খাওয়া বেগুন দিয়ে বেগুনি, কাচ্চিতে পচা আলু ও অননুমোদিত রাসায়নিক ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ এপ্রিল) বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাচ্চি ডাইন ছাড়াও অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জামান হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা এবং বালি আর্কেড শপিং মলের একটি দোকানকে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, জনপ্রিয় কাচ্চি ডাইনে নানা অনিয়মের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, চকবাজার এলাকায় চালানো অভিযানে কাচ্চি ডাইনকে মোড়কজাত বিধিমালা লঙ্ঘন, অননুমোদিত রাসায়নিক ব্যবহার, বাসী খাবার সংরক্ষণ, পোকায় খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে পচা আলুর ব্যবহারসহ নানা অপরাধ প্রমাণ হওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, একই এলাকার জামান হোটেল রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বালি আর্কেড শপিং মলে ‘ব্র্যান্ড এভিনিউ’ নামের প্রসাধনীকে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান রানা দেবনাথ।
এর আগে গত ৯ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর সুলতান’স ডাইন নামে একটি রেস্তোরাঁর কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংসের বদলে অন্য প্রাণীর মাংস দেওয়ার অভিযোগে অভিযান চালায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।