কৃষকের মরদেহ পড়েছিল ধান ক্ষেতে

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ৫ই এপ্রিল ২০২৩ ০৫:৩৫ অপরাহ্ন
কৃষকের মরদেহ পড়েছিল ধান ক্ষেতে

নিঁখোজর দুইদিন পর ধান ক্ষেতের মধ্যে থেকে হেমন্ত লাল হালদার (৭০) নামে এক

কৃষকের মরদেহ উদ্ধার করেছে বরিশালের উজিরপুর থানা পুলিশ।


বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উজিরপুর উপজেলার বরাকোঠা গ্ৰামের ২ নং

ওয়ার্ড হরিমার্কেট সংলগ্ন বাড়ৈ বাড়ির পাশে ধান ক্ষেতের মধ্যে থেকে তার মরদেহ

উদ্ধার করা হয়।


মৃত হেমন্ত লাল হালদার বরাকোঠা গ্ৰামের মৃত হরেন্দ্রনাথ হাওলাদারের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল

হাসান।


তিনি জানান, সকালে স্থানীয় সুভাষ হাওলাদার তার বাঙ্গি ও ধান ক্ষেতে গেলে এক

জায়গায় অনেক মাছি উড়তে দেখেন। তখন সে কাছে গিয়ে একজনের মৃতদেহ পড়ে দেখে থানা পুলিশকে অবহিত করে।  আর খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় সনাক্ত করে।