নবাবগঞ্জে প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই মার্চ ২০২৩ ০৭:৫১ অপরাহ্ন
নবাবগঞ্জে প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জে গভীর নলকূপের পানির ড্রেন খননকালে পিতলের প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। 


বুধবার (৯ মার্চ) নবাবগঞ্জ উপজেলার শগুনখোলা মাঠে এ মূর্তিটি পাওয়া যায়।


বিষয়টি নিশ্চিত করেছেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।


তিনি জানান, উপজেলার শগুনখোলা গ্রামের কৃষক আবু তালেব তার জমিতে গভীর নলকূপের মাধ্যমে পানি দেয়ার জন্য ড্রেন খনন করছিলেন। এসময় তিনি মাটির নিচে একটি পিতলের মূর্তি দেখতে পান। পরে তিনি মূর্তিটি বাড়িতে নিয়ে আসেন।


তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ১২টার দিকে পুলিশ আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব মূর্তিটি তার হেফাজতে রাখার কথা স্বীকার করেন। এরপর পুলিশ মূর্তিটি থানায় নিয়ে আসে। প্রাচীন এই মূর্তিটি হিন্দুদের গণেশ দেবের মূর্তি। প্রায় আট ইঞ্চি আকারের পিতলের মূর্তিটি কালো রঙের। সামনের অংশ ভালো থাকলেও পেছনের অংশ ভাঙা রয়েছে বলে জানান তিনি। 


বর্তমানে মূর্তিটি থানায় রাখা হয়েছে। মূর্তিটির প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় এটি জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।