খানখানাপুরে ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: শনিবার ২৫শে মার্চ ২০২৩ ১০:৫২ অপরাহ্ন
খানখানাপুরে ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৪

রাজবাড়ীর সদর থানার খানখানাপুরে বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ ৪ মাদককারবারীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।আটককৃত মাদক কারবারীরা হলো, রাজবাড়ী সদর খানখানাপুর বাড়ই পাড়া এলাকার মো. মহরম শেখ এর ছেলে মোঃ রাসেল শেখ (২৬), সরদারকান্দি এলাকার মো. ফজলু শেখ এর ছেলে মোঃ জসিম শেখ (৩৬), বড় নুরপুর মৃত মকিম সরদার এর ছেলে মোঃ রাসেল সরদার (৪০) এবং সদর থানার আহলাদীপুর এলাকার মো. ফারুক আহম্মেদ এর ছেলে মোঃ রঞ্জু আহম্মেদ (৩৫)। 


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টার দিকে এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মোঃ কাশেম মিয়া, এএসআই মোঃ মফিজুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার খানখানাপুর বাড়ইপাড়া এলাকা থেকে ৪গ্রাম হেরোইনসহ উপরোক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং মোঃ রাসেল শেখ এর বক্তব্য মতে রাজবাড়ী সদর থানার আহলাদীপুরে মোঃ রঞ্জু আহম্মেদ এর দোকানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এর জোগানদাতা আসামী মোঃ রঞ্জু আহম্মেদ (৩৫) কে গ্রেপ্তার করা হয়। 


জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।