হিজলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা ও র্র্যালি

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: রবিবার ২রা এপ্রিল ২০২৩ ০৩:৩৪ অপরাহ্ন
হিজলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা ও র্র্যালি

করলে ইলিশ সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন- এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় অনুষ্ঠিত হলো জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, র্র্যালি ও সাঁতার প্রতিযোগিতা । 


রবিবার ২ এপ্রিল সকাল এগারোটায় জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ (০১-০৭ এপ্রিল পর্যন্ত) উপলক্ষ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।


 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, নৌপুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে, কোস্টগার্ডের সিসি মোঃ মতিউর রহমান, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার বাঘা।


সভায় এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, জাতীয় মৎস্যজীবী সমিতির  সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গসহ মৎস্যজীবীগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের মাঠ কর্মী কাজি মোঃ হানিফ। আলোচনা সভার শেষে জাটকা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্র্যালি বের হয়। এরপরে উপজেলা পরিষদ কোয়ার্টারের পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।