পদ্মা নদীতে বাঁশের বাঁধ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৩ই মার্চ ২০২৩ ০৬:৫৮ অপরাহ্ন
পদ্মা নদীতে বাঁশের বাঁধ ধ্বংস

জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ অভিযান  ২০২২ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদীতে অবৈধ ভাবে দেয়া বাঁশের বাঁধ ধ্বংস করেছে রাজবাড়ী মৎস্য বিভাগ। 


সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদীতে আড়াআড়ি একটি বড় বাঁশের বাঁধ ও জাল কেটে নদীতে ভাঁসিয়ে দেয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মো. শাহরিয়ার জামান সাবু, দৌলতদিয়া নৌপুলিশের ওসি জেএম সিরাজুল কবির প্রমুখ  অভিযানে অংশ নেন।