বিজয় দিবসে হিলিতে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ১৬ই ডিসেম্বর ২০২২ ০৭:৫৮ অপরাহ্ন
বিজয় দিবসে হিলিতে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি হাকিমপুরে হরেক রকমের পণ্য নিয়ে দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার  (১৬ ডিসেম্বর) হাকিমপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা নারী উদ্যোক্তা ফোরামের যৌথ উদ্যোগে দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়। 


এ উপলক্ষে সকাল ১০ টায় ফিতা ও কেক কেটে মেলার উদ্ভোধন করেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও ইউএনও মোহাম্মদ নুর-এ আলম। 


এ সময় জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ওসি আবু সায়েম মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। এরপর অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। সারাদিন ব্যাপী এই নারী উদ্যোক্তা মেলা নারী, পুরুষসহ বয়সীদের উপছে পড়া ভিড়। সন্ধ্যার পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় মেলা সন্ধ্যার সব বয়সীদের উপস্থিতি চোখে পড়ার মতো। মাগরিবের দিনাজপুর জেলার নারী উদ্যোক্তার নেতৃবৃন্দ মেলায় আসেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও ইউএনও মোহাম্মদ নূর- এ আলমসহ উপজেলা নারী উদ্যোক্তাদের সাথে কুশল বিনিময় করেন। 


মেলায় নারী উদ্যোক্তারা শিশু ও নারীদের জন্য হাতের তৈরি বিভিন্ন পোশাক, শীতের নানান প্রকারের পিঠাসহ বিভিন্ন খাবার ও  প্রসাধনী সামগ্রীর ২৪ টি স্টল বসেন।