হিলিতে মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগীয় কমিশনার-সাবিরুল ইসলাম
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১:৩০ মিনিটে পূর্ব সফর সূচি মোতাবেক হাকিমপুর উপজেলা পরিষদে রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এসে পৌঁছালে প্রথমে ওনাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।
এরপরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রশাসক (এডিসি) আই সি টি ও (শিক্ষা) দেবাশীষ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, প্রকৌশলী কর্মকর্তা মনোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, উপজেলা প্রকল্প অফিসার কাওসার রহমান, শিক্ষা অফিসার হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার তোরাব আলী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হিলি সাব জনাল অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাংবাদিক গোলাম রব্বানী, মিজানুর রহমানসহ অনেকে।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, হাকিমপুর হিলি উপজেলা তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ছোট্ট উপজেলা। তাই আন্তরিকতার সাথে নিজ নিজ দ্বায়িত্ব পালন করলে খুব অল্প সময়ে হাকিমপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে ঘোষণা করা যেতে পারে।
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর অবস্থিত। তাই এখানকার রাস্তা ও হিলি রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনসহ বিভিন্ন ট্রেনের যাত্রা বিরতি বিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।