প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৫
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে এক প্রস্তুতি সভা ২২ ফেব্রুয়ারী সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্যুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার অলোকেশ মন্ডল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, প্রভাষক মছিহুর রহমান প্রমুখ।
সভায় ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ ও ২৬ মার্চ পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।