রুদ্রকরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মেহেদী হাসান, জেলা প্রতিনিধি ভেদরগঞ্জ (শরিয়তপুর)
প্রকাশিত: সোমবার ২৩শে জানুয়ারী ২০২৩ ০৫:৪৩ অপরাহ্ন
রুদ্রকরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কৃষিকাজে উন্নয়নে জলাবদ্ধতা নিষ্কাশন ও নৌযান চলাচলে সুগম করতে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমতলী ও দেবানন্দে ৪ (চার)  কিলোমিটার ভরাট খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে এ খাল খনন করা হবে।

 

সোমবার  (২৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আয়োজনে রুদ্রকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খনন কাজের উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি শরীয়তপুরের  সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ)  মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ।


এসময় উপস্থিত ছিলেন, আক্কাস আলী মুন্সী, ১ নং ইউপি সদস্য সাইদ শেখ, ২নং ইউপি সদস্য শাহনিয়াজ মিলন, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান পলাশ, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক শেখ, মোঃ মজিবর রহমান মুন্সি, রোজিনা আক্তার, আঃ হান্নান মোল্লা, হারুন খান, হানিফ সিকদার সহ স্থানীয় ব্যক্তিরা।