পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) টাঙ্গাইলের পক্ষ থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে কালিহাতী উপজেলার পৌলী নদীর তীরে ও জোকারচর এলাকায় বসবাস করা ভাসমান শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় বেদে সম্প্রদায়ের এক শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন, টাঙ্গাইল পুনাকের সভানেত্রী আয়েশা আক্তার।
এসময় টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন আহমেদ, সদর সার্কেল এএসপি সারোয়ার, কালিহাতী সার্কেল এএসপি শরিফুল ইসলাম, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।