ভূঞাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: সোমবার ২৪শে অক্টোবর ২০২২ ১০:১৬ অপরাহ্ন
ভূঞাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম,
উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম আকন্দ শাপলা, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদুল হক মাসুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




Attachments area