হিলিতে মা ইলিশ সংরক্ষণ ও বিক্রি বন্ধে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই অক্টোবর ২০২২ ০৫:৩৯ অপরাহ্ন
হিলিতে মা ইলিশ সংরক্ষণ ও বিক্রি বন্ধে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে মা ইলিশ সংরক্ষণ ও বিক্রি বন্ধে প্রেসবিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। 


হিলি স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন অফিসার আব্দুল হান্নান জানান, ৭-২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে মা ইলিশ সংরক্ষণ ও বিক্রি বন্ধ থাকবে।কেউ যদি এই সময়ের মধ্যে মজুদ বা বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।