ঝালকাঠির রাজাপুরে বিশখালী নদীর তীব্র স্রোতে মুহূর্তেই বিলীন হয়ে গেছে ৬টি দোকান।
সোমবার (১২ সেপ্টম্বর) দুপুরে উপজেলার বাদুরতলা বাজারের ওই ৬টি দোকান মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যায়। তবে এ সময় স্থানীয়দের চেষ্টায় চারটি দোকানঘর রক্ষা করা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- নাসির হাওলাদার, জুয়েল শরীফ, শাহজাহান শরীফ, জামাল হাওলাদার, আবু খলিফা ও বাবুল ঋষি।
প্রত্যক্ষদর্শী মো. রুহুল আমীন জানান, লঘুচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারে বিশখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেয়ায় প্রতি বছর এমন ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা দেয়ার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।