কাউখালীতে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩০শে আগস্ট ২০২২ ০৮:৫২ অপরাহ্ন
কাউখালীতে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। 


আজ মঙ্গলবার বিকালে সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবঢ়ী স্কুল মাঠে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের মোঃ রুস্তুম হাওলাদারের সভাপতিত্বে   প্রধান অতিথির বক্তব্য  রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আবদুস শহীদ, সহ সভাপতি মাহমুদ খান খোকন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার শীল, ইউয়িন ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল সহ আরও অনেকে।


 এসময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউপি সদস্য আকবর হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক সোহাগ তালুকদার, সহ প্রচার সম্পাদক আঃ ছালাম, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ।  


অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ সোলায়মান।