সরাইলে শহীদ শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ৫ই আগস্ট ২০২২ ০৬:২০ অপরাহ্ন
সরাইলে শহীদ শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার পালন করা হয়েছে। এতে উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন।


 ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বিপদগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি। 


আজ জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন স্বাস্থ সুরক্ষা বিধি মেনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। (৫ আগস্ট) সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবনী বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ শেখ কামাল এঁর জন্য মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে। 


সকাল সাড়ে দশটার দিকে সরাইল উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা  আওয়ামী লীগের আহবায়ক এড. নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক এড. বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, এড. জয়নাল উদ্দিন জয়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, যুব উন্নয়ন  কর্মকর্তা মোছা. নাজমা বেগম, 


উপজেলা  পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,মো. মোস্তাফিজুর রহমান,উপজেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি মো. মাহফুজ আলী, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ, আওয়ামী লীগ নেতা মো.জহিরুল ইসলাম মন মিয়া,যুবলীগ নেতা মো.বিলাল প্রমুখ।আলোচনা সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন।