বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ৫ আগস্ট সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তার জীবনী নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইকরাম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শংকর কুমার দে, শিক্ষা অফিসার আব্দুল গাফফার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি। আলোচনাসভার শেষে দিবসটি উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।