সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ভোটার হালনাগাদ-২০২২ এর কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক শ্যামনগর নির্বাচন অফিস এর ব্যবস্থাপনায় ২রা আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদ এর প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন করেন ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
উদ্বোধনের শুরুতে বক্তারা বলেন, ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু সুন্দর নির্ভুল ভাবে আমাদের কাজ করতে হবে। ভোটার আইডি কার্ড আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ি খুবই গুরুত্বপূর্ণ। এলাকার মানুষ তাদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে ভোটার হালনাগাদ কাজে সহযোগিতা করবেন এটাই আমাদের বিশ্বাস ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।