বরিশালে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৫শে জুলাই ২০২২ ০৯:৫৯ অপরাহ্ন
বরিশালে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার

বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাস চালক মোঃ মশিউর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।


সোমবার (২৫) ‍জুলাই বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


গ্রেফতারকৃত মশিউর রহমান বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শে‌খের ছে‌লে ও ঘাতক মোল্লা ট্রাভেলস এর চালক।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ২১ জুলাই বেলা সাড়ে ১২ টার দিকে গাজীপুর থে‌কে কুয়াকাটাগামী একটি মাইক্রোবাসে উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌছালে, বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলস্ এর বেপরোয়া গতির একটি বাস সেটিকে ধাক্কা দেয়।


এতে ঘটনাস্থলে চারজন ও বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয় এবং গুরুত্বর আহত হয় ৪ জন।


তবে ঘটনার পর থেকে মোল্লা পরিবহনের বাসটিকে ফেলে এর চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত মোল্লা ট্রাভেলস এর বাসটি ও মাইক্রোবাসটি জব্দ করে তাদের হেফাজতে নেয়।


এদিকে এ ঘটনার পর মাইক্রোবাস চালকের ছেলে বাদী হয়ে ২৩ জুলাই উজিরপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।


মামলা দায়েরের পর র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে পালিয়ে থাকা বাসের চালক মশিউর রহমানকে বরগুনা বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।


 গ্রেপ্তারকৃত আসামী‌কে গৌরনদী হাইও‌য়ে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে ব‌লে জানান র‌্যা‌বের এই কর্মকর্তা।