পাঁচবিবিতে ১০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল ঘর

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে জুলাই ২০২২ ০৩:৩৯ অপরাহ্ন
পাঁচবিবিতে ১০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল ঘর

মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১৫ টি এলাকায় আরও ১০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার হিসাবে পেলেন নান্দনিক ঘর। 


বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে অত্র উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার মধ্য দিয়ে এসব ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। 


এসময় অন্যান্যদের মধ্য জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাসুম ভূঁইয়া,জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম রকেট,সম্পাদক জাকির হোসেন,সিনিয়র সহকারী সার্কেল (পাঁচবিবি) ইশতিয়াক আলম,উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আলহাজ্ব মিছির উদ্দিন মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক জিহাদ মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।


পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা একটি করে ঘর যাতে রয়েছে পানি ও বিদ্যুৎসহ প্রতিটি গৃহে ইটের দেয়াল,কংক্রিটের মেঝে,সবুজ টিনের ছাউনি,একটি রান্না ঘর,টয়লেট ও সামনে খোলা বারান্দা। রয়েছে আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা। জমির কাগজপত্র দিয়ে এসব ঘর বুঝিয়ে দেয়া হলো ভূমিহীন ও গৃহহীন পরিবারকে।