জেলের জালে ধরা এক বাগাইড় ২৭ হাজারে বিক্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৮ই জুলাই ২০২২ ০৪:১১ অপরাহ্ন
জেলের জালে ধরা এক বাগাইড় ২৭ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনার  ৭নং ফেরি ঘাটের নীচু এলাকা থেকে ২৪ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।


সোমবার (১৮ জুলাই) ভোররাতে  জেলে জয়নাল সরদারের হালদারের জালে মাছটি ধরা পড়ে। 


জেলে জয়নাল সরদার জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোন মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। হঠাৎ ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারে জালে বড় কোন মাছ ধরা পড়েছে। পরে জালটি টেনে তুলতেই দেখে বিশাল আকৃতির একটি বাগাড় মাছ। মাছটি সকাল ৭টার দিকে  বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরী ঘাটের মাৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে নিয়ে আসেন। শাহজাহান শেখ মাছটি ১ হাজর ১শ টাকা প্রতি কেজি দরে মোট  ২৭ হাজার ১৭০ টাকায় কিনে নেন।


দৌলতদিয়ার মাৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে আমি খবর পাই পদ্মায় জেলের জালে বড় একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে বাগাইড় মাছটি প্রতি কেজি ১হাজার ১শ টাকা দরে মোট ২৭ হাজার ১শ ৭০ টাকায়  কিনে নিয়েছি। মাছটি বিক্রির জন্য ব্যবসায়ীদের সাথে মোবাইল যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজি ১২শ টাকা হলে বিক্রি করবো।