আজ বুধবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মালঞ্চা এলাকার ছোট যমুনা নদী থেকে বৈশাখী (১২) নামের ৫ ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে দমদমা এলাকার নিখিল চন্দ্রের মেয়ে।
সহপাঠিরা জানায়, বৈশাখী পাঁচবিবি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ছুটির পর তিন বান্ধবী বাড়িতে না গিয়ে ছোট যমুনা নদীর মাউরীতলা সেতুর উত্তর পার্শ্বে গোসল করতে নামে।
প্রবল স্রোতে পড়ে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ সেতুর দক্ষিণ পার্শ্বে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।