আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালীতে ভিজিটিং কার্ডে বিজ্ঞাপন দিয়ে নদীর মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। মাটি ক্রেতারা রাস্তার উপর দিয়ে ট্রলিতে করে মাটি পরিবহণ করায় সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করেছেন এলাকার সচেতন মানুষ।
জানাগেছে, এমএস ব্রাদার্স এন্ড কোম্পানীর প্রোপাইটার জনৈকি মোঃ মহাসিন ও রোকনুজ্জামান ডালিমের তত্ত্বাবধানে এ মাটি বিক্রয় করা হচ্ছে। মাটি বিক্রেতা মোঃ মহাসিন রোকনুজ্জামান ডালিম কুঁন্দুড়িয়া বিল থেকে মাটি কেটে ট্রাক্টর গাড়িতে করে কুঁন্দুড়িয়া, পাইথালী, হাজিডাঙ্গা, নৈকাটি, পদ্মাবেউলাসহ বুধহাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৌছে দিচ্ছে।
গত দু’বছর ধরে তারা মাটি বিক্রি করে আসছে। সম্প্রতি বেউলা মায়ের বাড়ির কাছে বেলায়েত হোসেনের বাড়ির রাস্তার পাশে বিশাল ডোবা, পাইথালী কুমারেশ দেবনাথের বসতবড়িতে, পাইথালী বাজার সংলগ্ন পরান দেবনাথের পুকুরসহ পাইথালী, কুঁন্দুড়িয়া, নৈকাটি, হাজিডাঙ্গা, বেউলা সহ বিভিন্ন গ্রামে মাটি বিক্রি করেছে। প্রতি গাড়ি মাটি ৬০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মাটির গাড়ির চাকার চাপে রাস্তাঘাটে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে।
ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। ট্রাক্টরে মাটি বহনের সময় ধাক্কায় মাটি রাস্তার উপরে পড়ায় রাস্তায় মাটির প্রলেপ পড়ে যাচ্ছে। বর্ষা হলে রাস্তা এতটা পিচ্ছিল হয়ে যায় যে, যানবাহন ও পথচারী চলাচল হুমকী গ্রস্ত হয়ে পড়ে। বর্ষা মৌসুম শুরু হলে সমস্যা আরও প্রকট হবে। ইতিমধ্যে দুর্ঘটনা কবলিত হয়ে অনেকেই আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।