বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিজয় বৈদ্য (৫০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামের নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত বিজয় বৈদ্য হারতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুপালী বৈদ্যের স্বামী।
স্বজনরা জানান, বিজয় বৈদ্য সকালে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান পরিছন্ন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, বিষয়টি থানা পুলিশকে এখনও কেউ অবহিত করেনি, তবে তারা যেনে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।