লালপুরে বাল্য বিবাহ ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: বুধবার ১১ই মে ২০২২ ০৬:২১ অপরাহ্ন
লালপুরে বাল্য বিবাহ ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা

বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নাটোরের লালপুুর উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১১ মে) বেলা ১১ টার দিকে ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে কলেজের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।


কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরিদর্শক ফারুক হোসেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন প্রমুখ। 

এসময় ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃৃন্দ উপস্থিত ছিলেন।