ঈদে কেশবপুরে ঘর পাবে ৬১টি ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক
এস আর সাইদ - উপজেলা প্রতিনিধি , কেশবপুর যশোর
প্রকাশিত: সোমবার ২৫শে এপ্রিল ২০২২ ০৭:৫০ অপরাহ্ন
ঈদে কেশবপুরে ঘর পাবে ৬১টি ভূমিহীন পরিবার

কেশবপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে এক প্রেস ব্রিফিং ২৫ এপ্রিল সকালে অনুষ্ঠিত হয়েছে। 


কেশবপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্য প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্ল্যা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান প্রমুখ।


প্রেস বিফিং কালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন জানান, কেশবপুর উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ৩য় পর্যায়ে ৭৪ টি ঘরের মধ্যে ৬১ টি ঘর  ২৬ এপ্রিল  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।