কেশবপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত শিশু

নিজস্ব প্রতিবেদক
এস আর সাইদ - উপজেলা প্রতিনিধি , কেশবপুর যশোর
প্রকাশিত: বুধবার ২০শে এপ্রিল ২০২২ ০৭:১৭ অপরাহ্ন
কেশবপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত শিশু

কেশবপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে নাইম হোসেন (৯) নামে একটি শিশু মারাতœক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। 


কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার সন্যাসগাছা (রয়নাবাজ) গ্রামের বিল্লাল হোসেন মোড়লের পূত্র নাইম হোসেন (৯) সহ ৪/৫ জন শিশু পার্শ্ববর্তী আবুল হোসেন শেখের পূত্র মতিয়ার রহমান শেখের মৎস্য ঘেরে গোসল করতে যায়। 


এময় মৎস্য ঘেরের বৈদ্যুতিক মোটরের তারে পাশ্ববর্তী ইট ভাটার ফোর ফোরটি লাইন নির্মাণের ঠিকাদারের লোকজন গাছের ডাল কেটে তারের উপর ফেলে রাখা তারে জড়িয়ে মারাতœক আহত হয়।


 শিশুদের আতœচিৎকারে এলাকাবাসি ছুটে এসে শুকনা বাস দিয়ে আঘাত করে অচেতন অবস্থায় শিশু নাইম হোসেনকে উদ্ধার করে।


 মারাতœক আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 


এদিকে বৈদ্যুতিক লাইনের মত অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অবহেলার জন্য নাইম হোসেনের আহতের ঘটনা তদন্ত পূর্বক সুষ্ঠু বিচারের জন্য তার পিতা বিল্লাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নিকট লিখিত অভিযোগ করছেন।