হিলি স্থলবন্দর দিয়ে আধা বেলা আমদানি রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা ডিসেম্বর ২০২১ ০৪:৪৯ অপরাহ্ন
হিলি স্থলবন্দর দিয়ে আধা বেলা আমদানি রপ্তানি বন্ধ

ভারতীয়  রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের কর্মাচারী প্রদীপ চোহানের মৃত্যুর কারনে হিলি স্থলবন্দর দিয়ে আধা বেলা আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার(২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 


তিনি জানান, বুধবার  রাতে ভারতীয় রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের কর্মচারী প্রদীপ চোহান মৃত্যু বরণ করেন। তার আজকে শেষ কৃত্য পালন করা হবে যে কারনে আধা বেলা আমদানি রপ্তানি বন্ধ রাখতে ভারতীয় রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক চিঠি দিয়েছেন। যে কারনে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২ টা পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে। দুপুরের পর আবারো বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।