পুলিশ স্বামীর পরকীয়ায় সংসার খরচবন্ধ অসহায় স্ত্রী সন্তানের মানবেতর জীবন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ২২:২২

শেয়ার করুনঃ
পুলিশ স্বামীর পরকীয়ায় সংসার খরচবন্ধ অসহায় স্ত্রী সন্তানের মানবেতর জীবন

পলিশ স্বামীর পরকীয়ায় বিষিয়ে উঠেছে স্ত্রীর জীবন। ফলে দুই বছর ধরে স্ত্রী ও সন্তানের কোন খোঁ খবর নিচ্ছেন না স্বামী। দিচ্ছেন না কোন ভরনপোষনের খরচ। সংসার খরচের টাকা না দেওয়ায় শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন স্ত্রী। স্বামীর অধিকার চাইলে মারধর ও নির্যাতন করা হচ্ছে।

এনিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ ও আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্ত্রী। অভিযুক্ত ওই পুলিশ সদস্য আশিক হোসেন (বিপি নং-৯৫১৪১৬৮৫১১) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের পান্নু মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোরের অভয়নগর থানার পাথালিয়া ক্যাম্পে কর্মরত আছেন। স্ত্রী শামীয়া শারমিন অনি বলেন, ২০১৫ সালের ১৫ জুলাই প্রেম করে তারা বিয়ে করেন।

বেশ সুখেই কাটছিল তাদের জীবন। তাদের কোল জুড়ে আসে ছেলে সন্তান। অনি অভিযোগ করেন, সন্তান জন্ম গ্রহনের পর থেকেই আশিক মোবাইলে বিভিন্ন নারীর সাথে কথা বলত। ঘটনাটি জেনে যাওয়ার কারনে সে বকা-বকি ও মারধর করতো। ২০১৯ সালে কুষ্টিয়ায় কর্মরত অবস্থায় যশোর কোতয়ালী থানার শংকরপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারহানার ইয়াসমিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে আশিক। ফারহানার ৮ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

আগে দুই স্বামীর ঘর করা ফারহানার সাথে পরকীয়ায় বিষয়টি অনি জেনে যাওয়ায় নির্যাতন বৃদ্ধি পায়। কারণে অকারণে মারধর করা হয়। এরই মধ্যে অনিকে কুষ্টিয়া শহরে একটি বাসা ভাড়া করে রেখে আসে আশিক। বন্ধ করে দেয় সংসারের যাবতীয় খরচ। ভাড়া বাড়িতে বন্দি জীবন আর সংসারের খরচ না দেওয়ায় শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন শুরু করতে থাকেন অনি। উপায় না পেয়ে কুষ্টিয়া পুলিশ সুপারের বরাবর অভিযোগ করেন আশিকের স্ত্রী অনি।

বিষয়টি নিয়ে বিভাগীয় মামলা হলে (মামলা নং-১৯/২১) আশিক বদলি হয়ে যশোর চলে যায়। অনি শ্বশুরবাড়ি গেলে তাকে শারিরীক ভাবে নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে আদালতে মামলা করেন অনি। যার মামলা নং-৬৬/২১। এ ব্যাপারে পুলিশ সদস্য আশিক হোসেন বলেন, এসব কথা তো মোবাইলে বলা যাবে না। অনেক সমস্যা আছে সামনা সামনি কথা বললে ভালো হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো: ইয়াছির আরাফাত বলেন, আশিকের স্ত্রী অনি পুলিশ সুপারের বরাবর একটি অভিযোগ দিয়েছিলেন। অভিযোগের বষয়ের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। মামলা এখনও তদন্তাধীন রয়েছে। আশাকরি দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

কুমিল্লার দেবীদ্বার নিউমার্কেট এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে প্রায় শতাধিক ফার্মেসি মালিক একযোগে দোকানের সাটার ফেলে বন্ধ করে স্থান ত্যাগ করেন। এতে জরুরি ওষুধের প্রয়োজনীয় রোগীরা ভোগান্তিতে পড়েন। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো. ফয়সল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসেন, উপজেলা স্যানিটারি

চুক্তির ২৮ বছরেও পাহাড়ে পূর্ণ শান্তির অভাব: মতবিনিময় সভায় বক্তারা

চুক্তির ২৮ বছরেও পাহাড়ে পূর্ণ শান্তির অভাব: মতবিনিময় সভায় বক্তারা

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় চুক্তির দীর্ঘ ২৮ বছরের পথচলা, সফলতা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারপার্সন শেফালিকা ত্রিপুরা এবং সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত

মৌলভীবাজারে একযোগে ৭ থানার ওসি বদলি, লটারিতে নতুন পদায়ন

মৌলভীবাজারে একযোগে ৭ থানার ওসি বদলি, লটারিতে নতুন পদায়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে মৌলভীবাজার জেলার সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লটারির মাধ্যমে নতুন করে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদের নামের পাশে ‘প্রস্তাবিত’ শব্দটি উল্লেখ করা হয়। নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই উদ্যোগ বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মো. সাইফুল ইসলামকে মৌলভীবাজার

পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আওয়ামী লীগ ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ধানের শীষ ও ফুল তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, “আওয়ামী লীগের

বরিশালে আটদলের বিভাগীয় সমাবেশে ইসলামি কল্যাণরাষ্ট্র গঠনের অঙ্গীকার

বরিশালে আটদলের বিভাগীয় সমাবেশে ইসলামি কল্যাণরাষ্ট্র গঠনের অঙ্গীকার

৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বেলস পার্কে আজ সোমবার (২ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় সমাবেশ। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলমান এ সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি পীর সাহেব চরমোনাই নামেই অধিক পরিচিত। সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে