টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন, পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) পিএফজি( পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) ও সুজনের উদ্যােগে পৌর শহরের ভূঞাপুর-তারাকান্দি সড়কের দারোগ আলী মার্কেটের সামনে
মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজনের ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও মানববন্ধনে অংশগ্রহণ করেন, ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি ও পিএফজি এর সমন্বয়কারী শাহআলম প্রামাণিক,প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল,সুজনের সম্পাদক ও শরিফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত,হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু,ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান রাসেল,হালিমুর রিপন,জুরান আলী ও মুনিয়া প্রমুখ।
মানববন্ধনে সুজন (সুশাসনের জন্য নাগরিক) ভূঞাপুরের সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন বলেন, সমস্তপ্রকার হিংসা পরিহার করে অহিংস দেশ গড়ে তুলবো।আমরা ভেদাভেদ ভুলে সমাজকে সুন্দর করে সাজাবো।
মানববন্ধন শেষে একটি পদযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।