কুষ্টিয়ায় প্রখর খরতাপ, আর অনাবৃষ্টিতে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে। দিন দিন পানির জন্য হাহাকার বেড়ে যাচ্ছে। খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ফসলের মাঠে ইসতেস্কার নামাজ আদায় করেছেন কৃষক এবং স্থানীয়রা।
আজ বুধবার সকাল ১০টায় স্থানীয় মুসুল্লীদের উদ্যোগে দুই রাকাত ইসতেস্কার নামাজ আদায় করা হয়।
বিশেষ এই নামাজে শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করেন।
কুষ্টিয়াসহ সারাদেশে বৃষ্টি না হওয়ায় মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে। নদী ও খালের পানি তলানিতে ঠেকেছে। নলকূপে পানি উঠছে সামান্য। পানির জন্য অনেক স্থানে পড়ে গেছে হাহাকার।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন চর জগন্নাথপুর জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।