অভাবের তাড়নায় শ্রমিকের আত্মাহুতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ন
অভাবের তাড়নায় শ্রমিকের আত্মাহুতি

করোনায় জীবিকা হারিয়ে অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন এক শ্রমিক। নিহত শ্রমিক আনোয়ার হাওলাদার (৫৫)'র বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। গত  শুক্রবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত নাদুরুজ্জামানের ছেলে। ঢাকার কেরানীগঞ্জে ইট ভাটায় শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন বলে নিহতের স্বজন সূত্রে জানা গেছে।



নিহতের পরিবার জানায়, সরকার ঘোষিত লকডাউনে তিনি কর্মহীন হয়ে পড়েন। তাই গত ১২ এপ্রিল কর্মস্থল থেকে গ্রামের বাড়ি এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু দারিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। 


তাই অভাবের তাড়নায় চিকিৎসা না হওয়ায় শুক্রবার রাতে বাড়ির কাছে বনে গিয়ে গলায় গামছা পেচিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা পরিবারের লোকজন ও স্থানীয়দের। পরে রাতে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করেন।


রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যানের দায়িত্বে শনিবার সকালে তার লাশ দাফন করা হয়।