বরগুনা জেলা সদর হাসপাতাল ও বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ধরণের চৌদ্দটি দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে। আগুনের সুত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লন্ড্রী অথবা চায়ের দোকানের গ্যাস থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।
স্থানীয়রা জানান, দুপুর গড়িয়ে কিছুটা বিকেলের আভা পড়েছে, ঠিক তখনই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখায় চোখের পলকে দোকানগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের শিখার তাপে সামনে থাকা একটি ডায়াগনস্টিক'র পানির ট্যাংকি ও কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্থ হয়েছে।
আগুন লাগার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও চৌদ্দটি ঘরই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরগুনার পৌর মেয়র অ্যাড. মো. কামরুল আহসান মহারাজ ও ঐ ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইদুর রহমান সজীব। পরিদর্শনকালে সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগ এর সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মশিউর রহমান শিহাব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।