ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করলে জায়গা হবে কারাগারে- পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: মঙ্গলবার ২৩শে মার্চ ২০২১ ০২:২৭ অপরাহ্ন
ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করলে জায়গা হবে কারাগারে- পুলিশ সুপার

ঘোলা পানিতে যারা মাছ ধরার চেষ্টা করবে তাদের জায়গা হবে কারাগারে,যারা লুঙ্গি ও ছেঁড়া পোষাক পরে যাবেন তাদের স্থান সবার আগে পুলিশের অফিসে।


জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন,বাল্যবিবাহ ও কিশোর অপরাধ রোধে জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথি নবাগত পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা উপরোক্ত কথা গুলো বলেন।


আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাগজানা বিট পুলিশিং এর আয়োজনে বাগজানা উচ্চ বিদ্যালয় মাঠে থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 


এতে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না,নির্বাহী অফিসার বরমান হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর,পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সদস্য মানিক আকন্দ,প্যানেল মেয়র নূর হোসেন, স্থানীয় পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, ইউনিয়ন আ.লীগ সভাপতি ইউনুস আলী মন্ডল, সম্পাদক হাফিজুর রহমান,পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ও এলাকার সুধীজনেরা।