বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসান বাদল। এর আগে তিনি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের স্বাক্ষরিত একটি আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।অপর আদেশে বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) নিয়োগ দেওয়া হয়েছে।
বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সায়েদুল ইসলামকে সচিব পদে পদোন্নতির পর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।