আশাশুনিতে কোষ্টগার্ড-মৎস্য দপ্তরের অভিযানে ৪৪ টি জাল আটক

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: শুক্রবার ২৯শে জানুয়ারী ২০২১ ০৮:২১ পূর্বাহ্ন
আশাশুনিতে কোষ্টগার্ড-মৎস্য দপ্তরের অভিযানে ৪৪ টি জাল আটক

আশাশুনিতে বাংলাদেশ নৌবাহিনীর কোষ্টগার্ড ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশ-২০২১ উপলক্ষে নদীতে অভিযান চালিয়ে ৪৪ টি অবৈধ মাছ ধরা জাল আটক করেছে। বৃহস্পতিবার  উপজেলার খোলপেটুয়া নদীতে এ অপারেশ পচিালনা করা হয়। 


বাংলাদেশ নৌবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে সিনিঃ উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ কোষ্টগার্ডের সদস্যবৃন্দ খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করেন।


এসময় ১২টি বেহুন্দি জাল, ৩০টি নেট/মশারী জাল ও ২টি বেড় জাল আটক করা হয়। যার আয়তন আনুমানিক ৬৫ হাজার মিটার। পরে মানিকখালী ব্রীজ সংলগ্ন নদীর চরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালতে আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।