যে দুই উপায়ে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়

নিজস্ব প্রতিবেদক
ধর্ম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০১৯ ১০:৩৯ পূর্বাহ্ন
যে দুই উপায়ে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়

আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হলে দুইটি বিষয়ের উপর আমল করতে হবে। আল্লাহকে বেশি বেশি ভয় করার পাশাপাশি সত্যবাদী-পরহেজগার ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এ প্রসঙ্গে ইরশাদ করেন-

‘হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক।’ (সুরা তাওবা : আয়াত ১১৯)

এ আয়াতে কারিমায় দুইটি বিষয় সুস্পষ্টভাবে উঠে এসেছে-

একটি হলো : তাকওয়া বা মহান আল্লাহর ভয়।
দ্বিতীয় টি হলো : সত্যবাদীদের সঙ্গী হওয়া।

দুনিয়ার প্রতিটি কাজে যেমন আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতে হবে। তেমিন আল্লাহকে যারা বেশি বেশি ভয় করে সাদেকিন বা সত্যবাদী তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে হবে। তবেই সম্ভব মহান আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। হাদিসে পাকে এসেছে-

হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘এক বেদুঈন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন, ‘কেয়ামত কবে (সংঘটিত হবে)? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে (পাল্টা প্রশ্ন করে) বললেন, ‘তুমি তার (কেয়ামতের) জন্য পাথেয় সঞ্চয় করেছ কি? সে বলল, ‘ আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা।’ তিনি বললেন, ‘তুমি তারই সঙ্গেী হবে যাকে তুমি ভালোবাস।’

সুতরাং মুমিন বান্দা আল্লাহর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে। ভালোবাসা মিশ্রিত ভয়। যে ভালোবাসা মিশ্রিত ভয় ও তার প্রাপ্তির কথা আল্লাহ তাআলা নিজেই কুরআনে ঘোষণা করেছেন-

‘আল্লাহকে ভয়কারীদের অদূরে জান্নাতকে উপস্থিত করা হবে। তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। যে ব্যক্তি দয়াময় আল্লাহকে না দেখে (ভালোবেসে) ভয় করে এবং তার কাছে বিনীত অন্তরে উপস্থিত হয়।’ (সুরা কাফ : আয়াত ৩১-৩৩)

সুতরাং মুমিন মুসলমানের উচিত সব কাজে আল্লাহকে বেশি বেশি ভালোবাসা মিশ্রিত ভয় করা। আর যারা আল্লাহকে ভয় করে সেসব সত্যবাদীদের সঙ্গে সুসম্পর্ক রাখা। তাহলেই মহান আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করা সম্ভব। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন এবং হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আল্লাহকে বেশি বেশি ভয় করার তাওফিক দান করুন। যারা একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করে সেসব মুখলিস বান্দাদের সঙ্গে সুসম্পক তৈরি করার তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর