প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১৬:৩৫
অনেক কারণেই মানুষের কষ্ট হতাশা ও দুঃখবোধ হতে পারে। মানুষের সব কষ্টদায়ক কাজে প্রশান্তি ও নিরাপত্তা লাভে রয়েছে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়া। যে দোয়ার আমল করলে সব কষ্টদায়ক কাজ থেকে মুক্তি পাবে মানুষ। হাদিসে এসেছে-
হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একবার জিবরিল আলাইহিস সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন, ‘হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কি অসুস্থতাবোধ করছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘হ্যাঁ’। জিবরিল আলাইহিস সালাম (তখন এ দোয়া পড়ে ঝাড়লেন) বললেন-