
প্রকাশ: ৪ মে ২০১৯, ১৫:৩৫

রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। আগামী রোববার কিংবা সোমবার থেকেই কাবা শরিফে তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ শরু হবে। রমজান উপলক্ষে মক্কা ও মদিনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন হারামাইন কর্তৃপক্ষ। সৌদি আরব সরকারের পক্ষ থেকে হারামাইন কর্তৃপক্ষকে এবার মসজিদুল হারামাইন ওয়াশ শারাইফাইন তথা মক্কা ও মদিনাকে সুন্দর ও পরিপাটি করার জন্য স্পেশাল দায়িত্ব দেয়া হয়েছে। সে আলোকেই এ দুই পবিত্র মসজিদকে সাজানো হয়েছে। হারামাইন কর্তৃপক্ষ রমজান মাসব্যাপী তারাবিহ ও শেষ দশ রাতে তাহাজ্জুদ পড়াতে ৬ জন ইমামকে নির্দিষ্ট রুটিন মাফিক দায়িত্ব দিয়েছেন।

ইনিউজ ৭১/এম.আর