মিরাজের রাতে যেসব পাপীকে দেখেছেন রাসুল (সাঃ)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩রা এপ্রিল ২০১৯ ০৭:৩৩ অপরাহ্ন
মিরাজের রাতে যেসব পাপীকে দেখেছেন রাসুল (সাঃ)

মিরাজে গিয়ে মহানবী (সা.) জান্নাত ও জাহান্নাম নিজ চোখে অবলোকন করেছেন। জাহান্নামে তিনি একদল লোক দেখলেন, যারা তামার তৈরি নখ দিয়ে অনবরত নিজেদের মুখমণ্ডল ও বুকে আঁচড় মারছে। জিবরাইল (আ.) বললেন, এরা মানুষের গোশত খেত (গিবত করত)। (আবু দাউদ : ৪৮৭৮, মুসনাদে আহমাদ : ৩/২২৪, তাফসিরে ইবনে কাসির : ৫/৯)

এরপর এমন কিছুসংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের জিব ও ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিবরাইল (আ.) বলেন, এরা আপনার উম্মতের দুনিয়ায় স্বার্থপূজারি উপদেশ দানকারী, যারা অন্যকে সৎ কাজের নির্দেশ দিত, কিন্তু নিজের খবর রাখত না। (মা’আরেফুল   কোরআন : ৩৭, মুসনাদে আহমাদ : ১২২১১)

অতঃপর এমন এক সম্প্রদায়কে দেখলেন, পাথর দ্বারা যাদের মাথা চূর্ণবিচূর্ণ করা হচ্ছে। জিবরাইল (আ.) বলেন, তারা নামাজে অলসতা করত। (ফাতহুল বারি : ৭/২০০)

ইনিউজ ৭১/টি.টি. রাকিব