উলিপুরে রমজানে সুলভ মূল্যে ডিম বিক্রি, জনগণ খুশি

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা মার্চ ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ন
উলিপুরে রমজানে সুলভ মূল্যে ডিম বিক্রি, জনগণ খুশি

কুড়িগ্রাম জেলার উলিপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে ডিম বিক্রির কার্যক্রম শুরু করেছে উলিপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল। প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশনায় এই কার্যক্রমটি চলছে এবং পুরো রমজান মাসব্যাপী এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম।


৪ মার্চ, ডিম বিক্রি কার্যক্রম পরিদর্শন করতে উলিপুরে আসেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। তিনি খোঁজ খবর নেন এবং সুলভ মূল্যে ডিম বিক্রির এই উদ্যোগের যথাযথ বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।


উলিপুরে স্থানীয় স্বল্প আয়ের মানুষ এই সুলভ মূল্যে ডিম পাওয়ার জন্য বেশ খুশি। রামদাস ধনীরাম এলাকার বাসিন্দা হাজারী মিয়া জানান, বাজারে যেখানে ১ হালি ডিমের দাম ৪৪ টাকা, সেখানে এখানে তারা মাত্র ৩৮ টাকায় ডিম কিনতে পারছেন। এতে করে তাদের পরিবারে খাদ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে।


অনেকেই মনে করছেন, সরকারি মনিটরিং এর মাধ্যমে এ ধরনের কার্যক্রম চলতে থাকলে স্বল্প আয়ের মানুষের পক্ষে পুষ্টিকর খাবার, বিশেষ করে প্রোটিনের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। এর মাধ্যমে রমজান মাসে আরও অনেক মানুষ উপকৃত হবে এবং তারা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন।


উলিপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এই ডিম বিক্রি কার্যক্রমটি শুধু রমজান মাসেই সীমাবদ্ধ থাকবে না, পরবর্তী সময়েও যদি প্রয়োজনীয়তা দেখা দেয়, তবে তা চালু রাখা হবে। প্রশাসন এ বিষয়ে আরও একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে যাতে জেলার সব এলাকার মানুষ উপকৃত হতে পারে।