রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৫ অপরাহ্ন
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আজ শুক্রবার রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে এবং দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এটি নগরীর টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, "রমজান এসেছে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য, আল্লাহর কাছে তাকওয়া অর্জনের জন্য। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে রোজার পবিত্রতা ক্ষুণ্ণ হচ্ছে এবং দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।" তিনি আরও বলেন, "রমজান মাসে রোজার পবিত্রতা রক্ষার জন্য সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করতে হবে।"


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার এবং বরিশাল মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল। তারা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ, শামীম কবির, জাফর ইকবালসহ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি টাউন হল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।


এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, এবং রমজানের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন যে, সরকার তাদের দাবিগুলোর প্রতি নজর দিবে এবং দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য কার্যকর উদ্যোগ নেবে।